
সীমান্তবাংলাঃ দুদকের করা অবৈধ সম্পদ অর্জন মামলায় হাজির করতে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে তাকে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা কারাগারের সুপার মো. মোকাম্মেল হোসেন।
চট্টগ্রাম প্রতিদিনকে তিনি জানান, ‘আগামী ১৪ সেপ্টেম্বর প্রদীপ কুমার দাশকে দুদকের মামলায় আদালতে হাজির করা হবে। সে পর্যন্ত তিনি চট্টগ্রাম কারাগারে থাকবেন।’