প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২০ , ৯:৩৫:৩২ প্রিন্ট সংস্করণ
কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীদের পিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
নিহত মো. সোহেল রানা (২৮) পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পালাকাটা হাসেম মাষ্টার পাড়ার আবদুর রকিমের ছেলে এবং চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ছিলেন।
শনিবার রাত দুইটার দিকে চকরিয়া পৌরশহরের ৪নং ওয়ার্ডের ভরামুহুরীর হাজিপাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই জড়িত সন্দেহে আবদুল মান্নান (৩৪) নামের একজনকে আটক করেছে পুলিশ। সে হাজিপাড়ার কবির আহমদের ছেলে।
সাবেক ছাত্রলীগ নেতা সোহেল হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
পরিবারিক সূত্র জানায়, চলতি মাসের ৪ নভেম্বর সোহেলের সাথে বিয়ে হয় পেকুয়ার কৃষকলীগ নেতা মেহের আলীর মেয়ে কলির। বিয়ের একমাস পার না হতেই সন্ত্রাসী হামলায় স্বামী সোহেলকে হারাল নববিবাহিতা স্ত্রী কলি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার পর ঘটনাস্থলে পড়ে থাকা সোহেলকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর পর পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
( সীমান্তবাংলা/ শা ম/ ২৯ নভেম্বর ২০২০