
মো: খায়রুল ইসলাম :
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে ঘোড়াশাল হতে পাঁচদোনা অভিমুখী দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান এর সাথে পলাশ বাসস্ট্যান্ড হতে ঘোড়াশাল অভিমুখী সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্হলে সিএনজি অটোরিকশার ০১(এক)জন যাত্রী নিহত ও সিএনজি অটোরিকশার ড্রাইভার, শিশু ও মহিলা সহ বাকি ০৫ জন গুরুতর আঘাত প্রাপ্ত হন।
আজ শুক্রবার (৩১ মার্চ ২০২৩) উক্ত দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম। পুলিশ সুপার দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সংক্রান্তে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।