ঘুমধুম পুলিশের অভিযানে সিগারেট সহ ট্রাক জব্দ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩

 

এম. এ. রহমান সীমান্ত;

নাইক্ষ‌্যংছড়ি থানাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ সোহাগ রানার নির্দেশনায় এসআই আল-আমিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বার্মিজ সিগারেট সহ ট্রাক জব্দ করতে সক্ষম হয় পুলিশ।

রবিবার(২৬ মার্চ) ভোর বেলায় ঘুমধুম ইউপি’র ০৫নং ওয়ার্ডস্থ টিভি টাওয়ার সংলগ্ন উখিয়া টেকনাফ সড়কের রাবার বাগানের প্রবেশ মুখে পাকা রাস্তার উপর পুলিশের অভিযান পরিচালনাকালে সন্দেহজনক নাম্বারবিহীন একটি ট্রাককে সিগন্যাল দিলে ট্রাকের ভিতরে থাকা অজ্ঞাতনামা চালক তাহার সহযোগীসহ ট্রাক থেকে লাফিয়ে পড়ে দৌড়ে পালিয়ে যায়।

এসময় পুলিশের সন্ধেহ হলে ট্রাকটি তল্লাশি করলে অভিনব কায়দায় লোকায়িত অবস্থায় ৩৫০ বক্স (৩৫০০ প্যাকেট) বিদেশী সিগারেট সহ ট্রাকটি জব্দ করে পুলিশ।

এ প্রসঙ্গে: ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ইন্সপেক্টর) সোহাগ রানা বলেন,পুলিশের মাদক বিরোধী অভিযানে অবৈধ বিদেশী সিগারেটসহ একটি নাম্বার বিহীন ট্রাক জব্ধ করা হয়। পুলিশের মাদক বিরোধী এ অভিযান অব‌্যাহত থাকবে।

নাইক্ষ‌্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) টানটু সাহ বলেন, জব্ধকৃত বিদেশী সিগারেট ও নাম্বার বিহীন ট্রাকসহ সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা প্রক্রিয়াধীন।