
কক্সবাজার প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ অভিযানে ৭৫০ প্যাকেট বিদেশী সিগারেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ মে) নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) সোহাগ রানার নির্দেশনায় এসআই পাভেল মল্লিকের আভিযানিকদল গোপন সংবাদের ভিত্তিতে ০৩ নং ঘুমধুম ইউপি’র ০৫নং ওয়ার্ডস্থ। টিভি টাওয়ার সংলগ্ন উখিয়া-টেকনাফ সড়কে ইয়াহিয়া রাবার বাগানের প্রবেশ মুখে পাকা রাস্তার উপর তল্লাশী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় সন্দেহজনক একটি সিএনজি সিগন্যাল দিলে দুজন ব্যক্তি দৌড়ে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়। পরে সিএনজির ভিতরে থাকা দুই ব্যক্তির ৭৫০ প্যাকেট (৭৫ বক্স) বিদেশী সিগারেটসহ আটক করতে সক্ষম হয় পুলিশ।
এসময় পাচার কাজে ব্যবহারিত একটি সিএনজি গাড়ি যাহার রেজিঃ নং- কক্সবাজার- থ- ১১-১৫৪৩ জব্ধ করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হল: পালংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড চোখালী এলাকার আবু শামার পুত্র কেফায়েত উল্লাহ(২৯) এবং ক্যাম্প:৯ এর ব্লক জি ২৭ এর সমুলুক’র পুত্র ইসমাঈল(২২)।
ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ইন্সপেক্টর) সোহাগ রানা এ প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজি তল্লাসী করে ৭৫ বক্স মায়ানমার সিগারেটসহ দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় পুলিশ এবং পাচার কাজে ব্যবহারিত একটি সিএনজি গাড়ি জব্ধ করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) টানটু সাহ বলেন, বিদেশী সিগারেটসহ আটক ব্যক্তিদেরকে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা প্রক্রিয়াধীন এবং পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।