ঘুমধুমে একটি কলেজ প্রতিষ্টায় দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে: চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩

 

এম. এ. রহমান সীমান্ত;

নাইক্ষ্যংছড়ি উপজেলার সর্ব দক্ষিণে সীমান্তঘেষা ঘুমধুম ইউনিয়নের প্রাচীনতম সর্বোচ্চ বিদ্যাপীঠ ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের ২০২৩ইং সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯মার্চ ২০২৩ইং রবিবার সকাল ১০টায় অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহজাহানের সঞ্চালনায় প্রধান শিক্ষক খাইরুল বশরের সভাপতিত্বে ঘুমধুম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি একেএম জাহাঙ্গীর আজিজ।

বিশেষ অতিথি উপজেলা মুক্তিযোদ্ধা কমন্ডার আলহাজ্ব রাজামিয়া, উপজেলা আওয়ামীলীগ সদস্য ডাঃ মোহাম্মদ শাহজাহান, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নুর হোসেন সিকদার, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সবুজ সেন, দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম.সাজেদ উল্লাহ, দক্ষিণ ঘুমধুম মিসকাতুন্নবী (সঃ) মাদ্রাসার সুপার মাও. সেলিম উল্লাহ, ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম সিকদার, দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছৈয়দ আলম, ইউনিয়ন পঃপঃ স্বাস্থ্য পরিদর্শক আবুল কালাম আজাদ, স্বাস্থ্যকর্মী মোবাশ্বেরুল হক, ঘুমধুম ব্লাড ডোনেটিং সংসদের এডমিন মাষ্টার মোহাম্মদ ইউনুস সহ ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক/শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, প্রাক্তন ছাত্র/ছাত্রী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ধর্মবর্ণ নির্বিশেষে ৩০ হাজার জনগোষ্ঠীর বসবাস সীমান্তঘেষা ঘুমধুম ইউনিয়নে। এখানকার শিক্ষার্থীদের কলেজে যেতে হয় ১০-২০ কিলোমিটার দূরে উখিয়া-কক্সবাজারে। ৩০ হাজার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী ঘুমধুম ইউনিয়নে একটি কলেজ প্রতিষ্টা করা, সে লক্ষ নিয়ে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। ইনশাআল্লাহ শীঘ্রই কলেজ প্রতিষ্টায় আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হব। গরীব, অক্ষম ছাত্র/ছাত্রীদের সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এসএসসি পরিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনে দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।