নিজস্ব প্রতিবেদক, নাইক্ষ্যংছড়িঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সামাজিক সংগঠন তুমব্রু নবারুণ ক্রীড়া চক্র আয়োজিত
বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মোস্তাফিজুর রহমান সোহাগের সভাপতিত্বে মুজিবুল হকে ও শাহজাহানের পরিচালনায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন একেএম জাহাঙ্গীর আজিজ চেয়ারম্যান, ঘুমধুম ইউনিয়ন পরিষদ।খেলার উদ্বোধক ছিলেন পুলিশের ইন্সপেক্টর দেলোয়ার হোসেন ইনর্চাজ, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র।শুক্রবার (২২ জানুয়ারি) তুমব্রু বাজার সংলগ্ন মাঠে সন্ধ্যা ৮ টার সময় টুর্নামেন্টের ফাইনালে ৩ সেটের খেলায় রাসেদ-রায়হান জুটি ২-১ সেটে বারেক- তারেক জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। উক্ত খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ রাশেদ এবং ম্যান অফ দ্যা সিরিজ বারেক আজিজ।
সম্মানিত অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন, হামিদুল হক প্রধান শিক্ষক, ঈদগড় হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,তরুন আইনজীবী তারিক আজিজ জামী, ঢাকা জর্জ কোট, বান্দরবান এক্সপ্রেস ডটকমের নির্বাহী সম্পাদক নুর মোহাম্মদ সিকদার,ইউপি সদস্য মো. আলম, সাংবাদিক মাহমুদুল হাসান,আব্দুর রহিম শাওন প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক সরকারী প্রাথমিক বিদ্যালয়, নুরুল কবির প্রধান শিক্ষক বাইশফাঁড়ী সরকারি প্রাঃবিঃ, মোঃ শফিকুর রহমান ইউপি সদস্য, দিল মো.ভুট্টুো ইউপি সদস্য, হামিদুল হক সঃ শিক্ষক তুঃসঃপ্রাঃবিঃ,মুজিবুল হক সঃ শিক্ষক তুঃসঃপ্রাঃবিঃ, আব্দুল মোনাফ ব্যবসায়ী তুমব্রু বাজার, আবুল বশর পল্লী চিকিৎসক তুমব্রু বাজার, মোঃ বোরহান আজিজ সাংগঠনিক সম্পাদক নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগ, ওসমান গনি সাধারণ সম্পাদক ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগ, রুপলা ধর সঃশিঃ১নং উত্তর ঘুমধুম সঃপ্রাঃবিঃ, মফিজুর রহমান অর্থ সম্পাদক তুমব্রু নবারুণ ক্রীড়া চক্র, মো. ইলিয়াছ হাসান রবি প্রচার সম্পাদক তুমব্রু নবারুণ ক্রীড়া চক্র, শহিদুল ইসলাম টুটুল দপ্তর সম্পাদক তুমব্রু নবারুণ ক্রীড়া চক্র, মোঃ জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নবারুণ ক্রীড়া চক্রের সকল সদস্যসহ এলাকার গন্যমান্য প্রমুখ ব্যক্তিবর্গ।
উদ্বোধকের বক্তব্যে পুলিশ ইনর্চাজ দেলোয়ার হোসেন বলেছেন,আজকের ফাইনালে চ্যাম্পিয়ন ২/১ সেটে বিজয়ী রাশেদ- রায়হান জুটি দুর্দান্ত খেলা উপহার দেওয়াতে অভিনন্দন জানান এবং বিজিত দলকে আগামীতে ভাল খেলার জন্য উৎসাহ দেন। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, ঘুমধুমের ইউনিয়নের তরুণ- যুবকরা ক্রীড়া প্রিয় বলে অবহিত করেন। তিনি তুমব্রু এলাকার যুবকদের মাদকের বিরুদ্ধে অবস্হান নেওয়ার জন্যও আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ফাইনালের চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, আগামীতে আরো প্রতিদ্বন্দ্বিতামুলক খেলা উপহার দেয়ার জন্য উত্তরোত্তর সফলতা কামনা করেন। তিনি আরো বলেন, নিজেদের মানসিকতা পরিবর্তন, সুস্বাস্হ্য ধরে রাখতে ও সীমান্ত এলাকায় মাদক থেকে পরিত্রান পেতে মাদকমুক্ত সমাজ গড়তে যুবক এবং স্কুল, কলেজ পড়ুয়া ছাত্রদের প্রতিটি খেলায় অংশগ্রহনের বিকল্প নাই বলে জানান। বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজক কমিটির প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানান চেয়ারম্যান।
পরিশেষে টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ বলেন, আগামীতে তুমব্রু নবারুন ক্রীড়া চক্রের পক্ষ থেকে ঘুমধুম ইউনিয়নের ১ থেকে ৯ টি ওয়ার্ড় নিয়ে ২য় বারের মত ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করার ঘোষানা দেন।
( সীমান্তবাংলা/ ২৩ জানুয়ারী ২০২১)
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply