মাহমুদুল হাসান, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন তুমব্রু নবারুণ ক্রীড়া চক্রের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ই জানুয়ারি) ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বাজার সংলগ্ন মাঠে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে রাশেদ-রায়হানের জুটি ২-১ সেটে আবদুল্লাহ-আরাফাত জুটিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
অপরদিকে ২য় সেমিফাইনালে বারেক-তারেক এর জুটি ২-১ সেটে শাহাজান-রবি জুটিকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। সেমিফাইনালের ১ম ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন রায়হান এবং ২য় ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন তারেক।
বিজয় দিবস ব্যাটমিন্টন টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তরুন আইনজীবী অ্যাডভোকেট তারিক আজিজ জামী, বান্দরবান এক্সপ্রেস ডটকমের নির্বাহী সম্পাদক সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, ইউপি সদস্য মো. আলম ও প্রধান উপদেষ্টা তুমব্রু নবারুণ ক্রীড়া চক্রের মো. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মাহমুদুল হাসান উপজেলা প্রতিনিধি ক্রাইম নিউজ টিভি ২৪ ডটকম ও পতকা ২৪ ডটকম, মো. মফিজুর রহমান অর্থ সম্পাদক তুমব্রু নবারুণ ক্রীড়া চক্র, মো. ইলিয়াছ হাসান রবি প্রচার সম্পাদক তুমব্রু নবারুণ ক্রীড়া চক্র, শহিদুল ইসলাম টুটুল দপ্তর সম্পাদক তুমব্রু নবারুণ ক্রীড়া চক্র, মোঃ জসিম উদ্দিন সাধারন সম্পাদক নবারুণ ক্রীড়া চক্র প্রমুখ।
সীমান্তবাংলা/ শা ম / ১৭ জানুয়ারী ২০২১
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply