ঢাকাবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২০
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

ঘরে ঢুকে বাবাসহ ঘোড়াঘাটের ইউএনওকে কুপিয়ে জখম

News Desk
সেপ্টেম্বর ৩, ২০২০ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

সীমান্ত বাংলা ডেস্ক : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবাকে কুপিয়ে জখম করেছে এক যুবক। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নিজ ঘরে ঢুকে তাদের ওপর এই হামলার ঘটনা ঘটে বলে ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম।আমিরুল ইসলাম বলেন, হামলার কারণ এখনো জানতে পারিনি। আমরা কাজ করছি বিস্তারিত জানার। এখনও হামলার কারণ বলা যাচ্ছে না।

আহত ওয়াহিদা খানমের বাবার নাম ওমর আলী। তিনি একজন মুক্তিযোদ্ধা। হামলায় তিনিও আহত হয়েছেন। নওগাঁ থেকে মাঝে মাঝে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন তিনি। ওয়াহিদা খানমের স্বামী রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত। আহত ইউএনও ওয়াহিদা খানমকে রংপুর ডক্টরস ক্লিনিকে আইসিইউতে ও তার বাবাকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম জানান, রাত আনুমানিক তিনটার দিকে ভেন্টিলেটর দিয়ে এক যুবক ঘরে প্রবেশ করেন। প্রথমে ওই যুবক তার বাবাকে আহত করে পাশের ঘরে আটকে রাখে। পরে ওয়াহিদা খানমের ওপর হামলা চালায়। এলোপাতাড়িভাবে তাকেও কুপিয়ে পালিয়ে যায়। মূলত উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করছেন জেলা প্রশাসক।

এদিকে ঘটনার পর উপজেলা পরিষদ চত্বর ঘিরে রেখেছে প্রশাসন। দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/এড‌মিন ই যা‌য়েদ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।