দেশের ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ! কিন্তু হঠাৎ করে কি অপরাধে গ্রেপ্তার হলেন এই অভিনেতা?
শিরোনাম পড়ে হয়তো চমকে গেছেন আপনি! অথবা নিজেই নিজেকে প্রশ্ন করছেন, কি এমন ঘটনা ঘটলো যার কারণে মোশারফ করিমকে গ্রেপ্তার করতে হলো পুলিশকে?
তেমন কিছুই হয়নি, তবে মোশারফ করিম কিন্তু পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ঠিকই। তবে তা বাস্তবে নয়, টিভি পর্দায়। এ ব্যাপারে পরিচালক মুরসালিন শুভ এতটুকুই জানালেন তার নির্মিত নতুন নাটকের গল্প নিয়ে।
‘আই এ্যাম আন্ডার এ্যারেস্ট’ শিরোনামের এই নাটকে এমন দৃশ্যই দেখানো হবে। মুহম্মদ আবু রজীনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মুরসালিন শুভ। সম্প্রতি উত্তরায় শেষ হয়েছে নাটকটির শুটিং।
নাটকটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘তিশা আর আমি এই নাটক দিয়ে নতুন বছর শুরু করলাম। গল্প আমার কাছে ভালো লেগেছে। এখন দর্শকদের ভালো লাগলেই আমাদের সন্তুষ্টি আসবে।’
এর আগেও মোশাররফ করিমের সঙ্গে অনেক নাটকে জুটি হয়েছেন তিশা। এই জুটির প্রতি দর্শকদের আলাদা একটা আগ্রহও আছে। পরিচালক জানিয়েছেন, ভালোবাসা দিবসে বা তার আগেই কোন একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে নাটকটি।
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply