গাজীপুরে ট্রেনের সাথে বাসের সংঘর্ষ। নিহত-১, আহত -৪

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২০

সীমান্তবাংলা নিউজ ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় বাসের এক নারী যাত্রী নিহতসহ আহত হয়েছেন আরও চার যাত্রী। আজ শনিবার ভোরে উপজেলার বলিয়াদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারীর নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবীর হোসেন বলেন, ভোরে বলিয়াদী এলাকার রেল ক্রসিংয়ে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলফামারী এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই বাসের এক নারী নিহত হন। আহত হন আরও চার যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনা কবলিত বাসটি সরানোর চেষ্টা করা হচ্ছে।

নীলফামারী এক্সপ্রেস ট্রেনের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ট্রেনটি বলিয়াদী এলাকায় পৌঁছলে একটি বাস হঠাৎ করে ট্রেনের সামনে চলে আসে। চালক জরুরিভাবে ট্রেন থামানোর চেষ্টা করলেও ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং একজন নারী নিহত হন। তবে ট্রেনের যাত্রীরা অক্ষত রয়েছেন। দুর্ঘটনার পর থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

( সীমান্তবাংলা/ শা ম/ ৭ নভেম্বর ২০২০)