প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ৪:০৩:৫৩ প্রিন্ট সংস্করণ
সীমান্তবাংলা ডেস্ক◼️
গাজায় যুদ্ধ শেষে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি মেনে নেবে না সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া তেল আবিবের যুদ্ধ পরবর্তী কোনো পরিকল্পনায় সমর্থন দেবে না আবুধাবি।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যম এক্স-এ এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিতে ফিলিস্তিনিদের নেতৃত্বেই গঠন হতে হবে সরকার। আর সেক্ষেত্রে পূর্ণ সহায়তায় প্রস্তুত রয়েছে আমিরাত।
গত মে মাসে গাজায় যুদ্ধ পরবর্তী শাসনব্যবস্থা নিয়ে একটি রোডম্যাপ প্রকাশ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বন্দর নির্মাণ, সৌর প্যানেল-ইলেক্ট্রিক গাড়ি তৈরির কারখানাসহ বিনিয়োগের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।
তিন ধাপে ২০৩৫ সাল পর্যন্ত চলবে এসব কর্মসূচি। ইসরায়েলের এই পরিকল্পনার বিষয়ে কিছুই জানতো না আরব আমিরাত, এমন দাবি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর।