নিজস্ব প্রতিবেদকঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল থেকে গাড়ি ভাংচুর করেছে।
শনিবার(৬ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পৌর এলাকার কালিবাড়ি বাজারে একটি বিক্ষোভ মিছিল করে। এসময় তারা গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য নৌকার প্রার্থী এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির বাড়ির সামনে একটি মাইক্রোবাস ভাঙচুর করেন। মাইক্রোবাসটি স্মৃতি এমপির ছোট ভাই পাপুলের বলে জানা গেছে।
এদিকে, গাড়ি ভাঙচুরের বিষয়ে জানতে পৌর বিএনপির সাংঠনিক সম্পাদক আব্দুল মোতাল্লিব সরকার বকুলের মোবাইলে বারবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধার পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরজু মুহাম্মদ সাজ্জাদ জানান, বিএনপি’র মিছিল থেকে ঢিল ছুড়ে এটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত করার খবর পেয়েছি। এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।