ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২০
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

খোলামাঠে নিজের শখের গাড়ীটি পোড়ালেন ইউটিউবার

News Desk
অক্টোবর ২৮, ২০২০ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

গাড়িটি নিয়ে একের পর এক ঝামেলা লেগে থাকায় বিরক্ত ও হতাশ হয়ে মিখাইল লিৎভিন নামের ওই ব্লগার একটি খালি মাঠের মাঝখানে নিজের দামি মার্সিডিজটি পুড়িয়ে দেন বলে জানিয়েছে মোটরওয়ান ডটকম।

এনডিটিভি জানিয়েছে, দোকান থেকে কেনার পর লিৎভিনের মার্সিডিজ-এএমজি জিটি ৬৩ এস গাড়িটি বার বারই নষ্ট হয়ে যাচ্ছিলো ।

ইউটিউবার নিজেই প্রায় তিন কোটি টাকা দামের ওই গাড়িটি সারাইয়ে ৫ বার ডিলারের দোকানে পাঠিয়েছিলেন। কিন্তু প্রতিবারই ঠিক করার পর নতুন আরেকটা ঝামেলা বাধে।

মার্সিডিজটি কেনার পর সারাইয়ের দোকানেই এটি ৪০ দিনের বেশি কাটিয়েছে বলে জানিয়েছে স্থানীয় ওয়েবসাইট ভিসি ডটআরইউ।

এর মধ্যে একবার গাড়িটির টারবাইন বদলে জার্মানি থেকে নতুন আরেকটি নিয়েও আসা হয়। কিন্তু তাতেও সমস্যা কাটেনি।
শেষবার নষ্ট হওয়ার পর ডিলারের দোকান লিৎভিনের ফোনের উত্তর দেওয়াও বন্ধ করে দেয়। রাগে, ক্ষোভে, হতাশায় রুশ এ ইউটিউবার গাড়িটি জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

পরে নিজের ইউটিউব চ্যানেলে খালি মাঠের মাঝখানে মার্সিডিজ পোডানোর ভিডিওটি আপলোড করেন। ভিডিওতে গাড়িতে পেট্রল ঢালার পর লিৎভিনকে লাইটারের সাহায্যে আগুন ধরাতে দেখা গেছে।

ইউটিউবে তার অনুসারী সংখ্যা ৫০ লাখের কাছাকাছি হলেও মার্সিডিজ পোড়ানোর এ ভিডিও এরই মধ্যে এক কোটি ১০ লাখেরও বেশিবার দেখা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

( সুত্রঃ বিডি নিউজ/ ২৮ অক্টোবর ২০২০)

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।