রাজনীতি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শনের সময় আটক ২

  প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০১৯ , ৩:০০:৩৫ প্রিন্ট সংস্করণ

দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- পল্টন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ পাটোয়ারী ও পল্টন থানা ছাত্রদলের সাবেক নেতা ইব্রা‌হিম খ‌লিল।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। তবে জামিন না হলেও মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বেগম জিয়াকে আরো উন্নত চিকিৎসা দেয়ার নির্দেশনা দেন আদালত।

এর পরই হাইকোর্টের মাজার গেটের মূল ফটকের বিপরীত পাশে কার্জন হলের পাশে ফুটপাতে দাঁড়িয়ে বিএনপিপন্থি ৮-১০ জন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দেন। তখনই পুলিশ তাদের ধাওয়া করে এবং সেখান থেকে দুজনকে আটক করা হয়।

খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নেতাকর্মীরা। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

আরও খবর

Sponsered content