খাগড়াছড়ির গুইমারায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় তৈরি অস্ত্রসহ দুই জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে গুইমারা উপজেলার ডাক্তারটিলা এলাকায় অভিযান চালায় গুইমারা থানা পুলিশ ও সিন্দুকছড়ি জোনের জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের সদস্যরা।
অভিযানে রুবেল ত্রিপুরা ও মনজুর আলম নামে দুইজনকে তল্লাশি করে দেশীয় তৈরি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গুইমারা উপজেলার ডাক্তারটিলা এলাকায় অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি এলজি অস্ত্র, ৭ রাউন্ড কার্তুজ, ২টি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করেন। এসময় দু’জনকে আটক করা হয়। আটকরা পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস’র কর্মী।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।