এম. এ. রহমান সীমান্ত;
গায়ে ছেড়া সার্ট পরিহিত ব্যক্তি গিয়াস উদ্দিন আল মামুন।সে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম বেতবনিয়া বাজার এলাকার বাসিন্দা।তার ৪ তলা বিশিষ্ট ভাড়া দেওয়া বাড়ী রয়েছে।সেখানে আল ইয়াকিন লিডার নজুমুদ্দিন একটি কক্ষ ভাড়ায় নিয়ে ক্যাম্প-৭’র নিহত জনৈক ওকাট্টা শাহ আলমের স্ত্রীকে নিয়ে বউ পরিচয়ে বসবাস করে আসছিলেন।মামুনের অনুপস্থিতির সুযোগে কয়েক মাস বসবাস করার পর গোপনে চলে আসেন ভাড়ার টাকা না দিয়ে।
উখিয়ার ক্যাম্প-৭’র আল ইয়াকিন লিডার নজুমুদ্দিনের নিকট ঘর ভাড়ার পাওনা টাকা চাইতে গিয়ে মারধরের শিকার হয়েছেন মামুন।অদ্য সকাল বেলা ১২ টারদিকে মামুন কে ১৪ এপিবিএন ‘র ট্রানজিট ক্যাম্পের পশ্চিমে চেকপোস্টে দায়িত্বরত এপিবিএন পুলিশের সামনে প্রকাশ্য দিবালোকে মামুন কে টেনে হিছড়ে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে।এতে মামুনের শরীরে ফোলা জখম হয় এবং গায়ে পরিহিত সার্ট ছিড়ে ফেলে পকেটে রক্ষিত ৩৬৩০০ টাকা ও ২১৫০০ টাকা মুল্যের একটি ফোন ছিনিয়ে নেয়।
প্রতেক্ষ্যদর্শী লোকজন আহতাবস্থায় আল ইয়াকিন সন্ত্রাসীদের হাত থেকে মামুনকে উদ্ধার করে চেকপোস্টে দায়িত্বরত এপিবিএন পুলিশের উপ-পরিদর্শক ময়নাল কে অবগত করে।
মারধরের শিকার মামুন ও প্রতেক্ষ্যদর্শীরা জানান,আল ইয়াকিন সন্ত্রাসী নজুমুদ্দিন এবং তার সহযোগী আকতার ও রহিম উল্লাহ এহেন ঘটনা ঘটায়।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান,আহত গিয়াস উদ্দিন আল মামুন।
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply