উখিয়া উপজেলার থাইংখালী নিবাসী হাজী মোস্তাক আহমেদের কন্যা গুলশান আরা আক্তার লাকি মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। লাকীকে সুস্থ করে তুলতে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা যোগাড় করার মতো সাধ্য তার পরিবারের নেই। এমতাবস্থায় লাকীর চিকিৎসা ব্যয় মেঠাতে হিমশিম খাচ্ছে তার পরিবার।
মেয়ের চিকিৎসার জন্য কক্সবাজারের সকল সাধারণ ও বিত্তশালীদের কাছে সহযোগিতা কামনা করেছেন লাকীর বাবা মোস্তাক আহমেদ ও মাতা লুলু মারজান।
আবেদন : লাকীকে বাঁচাতে জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এগিয়ে আসার অনুরোধ রইলো।
মানবিক সাহায্য পাঠানোর মাধ্যম;
যোগাযোগ:
পিতা: 01818765341,
বিকাশ: 01728644562
নগদ: বিকাশ :01813178701
আপনার একটু সহানুভুতিই পারে একটি মানুষকে নতুন জীবন দিতে। “মানুষ মানুষের জন্য “
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply