ঢাকাবুধবার , ২২ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

কোরআন পোড়ানোর প্রতিবাদে গণ কোরআন বিতরণ রাবি ছাত্রশিবিরের

পুতুল কর্মকার, রাবি
জানুয়ারি ২২, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

ষড়যন্ত্রমূলকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় মসজিদ ও আবাসিক হল গুলোতে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে কোরআন শরীফ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাবি শাখা ছাত্রশিবিরের উদ্দ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এই কোরআন বিতরণ করা হয়। এদিন বিকাল ৪টা ৪৫ থেকে ৫টা ৪৫ পর্যন্ত এই বিতরণ কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচিতে আসা গনিত বিভাগের শিক্ষার্থী এমদাদুল করিম শাকিল, বলেন দূর্বৃত্তরা ষড়যন্ত্র করে আমাদের বিশ্ববিদ্যালয়ের হল গুলোতে কোরআন পুড়িয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিলো।কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই বুদ্ধিমত্তার তাদের উদ্দেশ্যকে নসাৎ করে দিয়েছে। তাদের এই ন্যাক্কারজনক কাজের প্রতিবাদে ইসলামী ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের মাঝে যে কোরআন বিতরণের আয়োজন করছে তা খুবই ইতিবাচক।

রাবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন, যখন সুইডেন, কানাডা, ইউরোপ আমেরিকা ও পশ্চিমা দেশগুলোতে কোরআন পুড়িয়ে ফেলতো এবং রাসুল (সা.) কে অবমাননা করা হতো তখন মুসলমানদের রিদয় ভেঙ্গে চুর মার হয়ে যেতো। আজকে আমাদের প্রিয় বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল গুলোতে কোরআন পুড়ানোর মতো বিভীষিকা দেখতে হবে এটা আমাদের সবার জন্য মর্মাহত বিষয়। তার লক্ষই আজ আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ এবং কোরআন নেওয়ার জন্য শিক্ষার্থীদের যে ভীড় তাই বলে দেয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোরআন কে কতটা ভালোবাসে।

রাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, এর আগেও আমরা প্রতিবাদলিপি দিয়েছি কিন্তু প্রশাসনের কোনো অগ্রগতি দেখতে পাইনি। এজন্য আমরা গণ কোরআন বিরতণ কর্মসূচি দিয়েছি। প্রশাসন যদি দ্রুত কোনো ব্যবস্থা না নেই আমরা আরো কর্মসূচি দেবো। সেক্ষেত্রে বিক্ষোভ সমাবেশ, মিছিল হতে পারে। কোনো সুবিধাবাদী দল যেন অস্থিতিশীল পরিস্থিতি বা দাঙ্গা লাগাতে না পারে সেটা আমরা খেয়াল রাখবো। এছাড়া দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।