বাংলাদেশে কোনো বিদেশি নাগরিক অবৈধভাবে থাকতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “এ বিষয়ে পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিচ্ছি।”
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বড় দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা জানান।