বাংলাদেশে কোনো বিদেশি নাগরিক অবৈধভাবে থাকতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “এ বিষয়ে পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিচ্ছি।”
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বড় দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা জানান।
বর্তমানে কতজন ভিনদেশি এবং কোন কোন দেশের নাগরিক অবৈধভাবে বাংলাদেশে বসবাস করছেন- জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটার নির্দিষ্ট পরিসংখ্যান আমাদের কাছে নেই। তবে অনেক দেশের নাগরিক আছে, আমি নাম বলতে চাচ্ছি না। কিন্তু কোনো দেশের নাগরিককেই আমরা অবৈধভাবে বাংলাদেশে থাকতে দিব না।”
এর আগে সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
( সীমান্তবাংলা/০৮ডিসেম্বর/রহমান )