কুরবানীর পশুর হাট পরিদর্শন করেন কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক ;
আসন্ন আগামী ঈদ-উল-আযহা উপলক্ষে বান্দরবান জেলার লামা উপজেলার ৫নং সরই ইউনিয়ন পরিষদের মাঠে কুরবানীর পশুর হাট জমে উঠেছে। এ হাটের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে নেওয়া কার্যক্রম তদারকি করা হয়।
০৮ জুলাই”২০২২ইং শুক্রবারে বিকেলের দিকে কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন এ কুরবানির পশুর হাট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন। পাশাপাশি ইজারাদার কর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কেও খোঁজ-খবর নেন। ক্রেতা বিক্রেতা উভয়কেই কোথাও কোন রকমের চাঁদা প্রদান করতে হচ্ছে কিনা জিজ্ঞাসা করেন। কুরবানির পশু হাটে পশু আনা-নেয়া বা বিক্রয়কালীন যেকোন প্রকার চাঁদাবাজি কঠোর ভাবে দমন করা হবে মর্মে হুঁশিয়ারি প্রদান করেন।
পাশাপাশি করোনা সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরামর্শ দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ৫নং সরই ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা মোঃ ইদ্রিস কোম্পানি, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন ডলার, পুলিশ ফাঁড়ির কনস্টেবল রূপায়ণ চক্রবর্তী রাজু, তরুণ চাকমা সহ আরও অনেকেই।