
কিশোর গ্যাং গ্রুপের দ্বন্দ্বে কলেজছাত্র মোহাম্মদ সোহাগ খুনের ঘটনায় অভিযু্ক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন- রাসেল ওরফে কাটার রাসেল ও হৃদয়।
গতকাল সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল শাফি উল্লাহ বুলবুল ঢাকাটাইমসকে বলেন, কিশোর গ্যাংয়ের হাতে চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
গত ২৭ আগস্ট রাজধানীর উত্তরখানের খ্রিস্টান পাড়ার ডাক্তার বাড়ি মোড় এলাকায় খুন হয় সোহাগ। ঘটনার পরদিন সোহাগের বড় ভাই মেহেদী হাসান সাগর বাদী হয়ে উত্তরখান থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় মাহবুবুল ইসলাম রাসেল ওরফে কাটার রাসেল (২০), মো. হৃদয় (২২), সাদ (২০), সাব্বির হোসেন (২০) ও সানির (২১) নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ের আরও চার-পাঁচজনকে আসামি করা হয়।
সুত্রঃ ঢাকা টাইমস/ ২২ সেপ্টেম্বর ২০২০