‌কি‌শোর গ‌ঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনা  ঘটানাস্থ‌লেই প্রাণ হা‌রি‌য়ে‌ছে ১৩ জন 

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৩

কিশোরগঞ্জের ভৈরবে এগারসিন্দু ট্রেনের সঙ্গে এক‌টি কনটেইনারবাহী ট্রেনের মু‌খোমু‌খি সংঘর্ষে এপর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করে‌ছে পু‌লিশ। আহত হয়েছে অনেকে। এদের বি‌ভিন্ন হাসপাতা‌লে নেওয়া হ‌য়ে‌ছে। ভৈরব ১০০ শয্যার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরান আহমেদ গনমাধ‌্যমে এ তথ্য জানাান।

সোমবার (২৩অ‌ক্টোবর) বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে এ মর্মা‌ন্তিক দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল আরমান রাত পৌন ৮টার দিকে গনমাধ‌্যমে জানান, এপর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করে ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকাজে যোগ দিতে ঢাকা সদর দপ্তর থেকে ২৩ জন, নরসিংদী থেকে ১০ জন এবং বেলাবো থেকে ৩ জন উদ্ধারকর্মী ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি কনটেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। এর আগমুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়।

জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দু-তিনটি বগিতে কনটেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। এতে এগারসিন্দুর ট্রেনের শেষের দু-তিনটি বগি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।