ঢাকামঙ্গলবার , ২৯ ডিসেম্বর ২০২০
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে স্যার না বলায় সাংবাদিককে জরিমানা

News Desk
ডিসেম্বর ২৯, ২০২০ ৮:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

সীমান্তবাংলা নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জে ‘স্যার’ বলে সম্বোধন না করায় সাংবাদিক আকিব হৃদয়কে ৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহি ম্যাজিস্ট্রেট। এ ঘটনায় স্থানীয় সাংবদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল সোমবার কিশোরগঞ্জ সার্কিট হাউসের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওবায়দুর রহমান সাহেল, নেজারত ডেপুটি কালেক্টর মাহমুদুল হাসান এবং মো. ইব্রাহিম।

প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি আকিব হৃদয় জানান, ‘স্যার’ বলে সম্বোধন না করায় তাকে হেনস্তা করে পুলিশের গাড়িতে করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে একটি রুমে আবদ্ধ করা হয় ও গালাগালি করে খারাপ আচরণ করা হয়। এ ব্যাপারে সাংবাদিক আকিব হৃদয় বলেন, “আমাকে তারা থামার জন্য সিগন্যাল দিলে আমি থেমেছি এবং বলেছি ভাই কেমন আছেন? আমি কেন ভাই বললাম, তাই তারা আমাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। তারা আমাকে বলে যে, আপনি সাংবাদিক তাই আপনাকে বেশি জরিমানা করলাম। ভবিষ্যতে আমাদেরকে ‘স্যার’ বলবেন। পরে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিককে জানালে তারা আমাকে হুমকি দেন।”

তখন তার সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওবায়দুর রহমান সাহেল, নেজারত ডেপুটি কালেক্টর মাহমুদুল হাসান, মো. ইব্রাহিম।

কিশোরগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট লুৎফুর রশিদ রানা ও সদস্য সচিব মনোয়ার হোসাইন রনী ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, জেলা প্রশাসক মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী চলে যাওয়ার মুহূর্তে এ রকম আচরণ শোভনীয় নয়। আমরা এর তীব্র নিন্দা জানাই।

( সীমান্তবাংলা/ শা ম/ ২৯ ডিসেম্বর ২০২)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।