সীমান্তবাংলা নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জে ‘স্যার’ বলে সম্বোধন না করায় সাংবাদিক আকিব হৃদয়কে ৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহি ম্যাজিস্ট্রেট। এ ঘটনায় স্থানীয় সাংবদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল সোমবার কিশোরগঞ্জ সার্কিট হাউসের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওবায়দুর রহমান সাহেল, নেজারত ডেপুটি কালেক্টর মাহমুদুল হাসান এবং মো. ইব্রাহিম।
প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি আকিব হৃদয় জানান, ‘স্যার’ বলে সম্বোধন না করায় তাকে হেনস্তা করে পুলিশের গাড়িতে করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে একটি রুমে আবদ্ধ করা হয় ও গালাগালি করে খারাপ আচরণ করা হয়। এ ব্যাপারে সাংবাদিক আকিব হৃদয় বলেন, “আমাকে তারা থামার জন্য সিগন্যাল দিলে আমি থেমেছি এবং বলেছি ভাই কেমন আছেন? আমি কেন ভাই বললাম, তাই তারা আমাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। তারা আমাকে বলে যে, আপনি সাংবাদিক তাই আপনাকে বেশি জরিমানা করলাম। ভবিষ্যতে আমাদেরকে ‘স্যার’ বলবেন। পরে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিককে জানালে তারা আমাকে হুমকি দেন।”
তখন তার সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওবায়দুর রহমান সাহেল, নেজারত ডেপুটি কালেক্টর মাহমুদুল হাসান, মো. ইব্রাহিম।
কিশোরগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট লুৎফুর রশিদ রানা ও সদস্য সচিব মনোয়ার হোসাইন রনী ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, জেলা প্রশাসক মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী চলে যাওয়ার মুহূর্তে এ রকম আচরণ শোভনীয় নয়। আমরা এর তীব্র নিন্দা জানাই।
( সীমান্তবাংলা/ শা ম/ ২৯ ডিসেম্বর ২০২)
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply