কিডনি চুরির অভিযোগে বঙ্গবন্দ্বু মেডিক্যাল কলেজের ৪ চিকিৎসকের বিরুদ্বে মামলা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২০

সীমান্তবাংলা নিউজ ডেস্কঃ অপারেশন করে অকেজো কিডনি অপসারণের সময় ভালো কিডনিটিও কেটে নেয়ার অভিযোগ উঠেছে অভিযোগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইউরোলোজি বিভাগের চার ডাক্তার ও ওই অপারেশন থিয়েটারের দায়িত্বরতদের বিরুদ্ধে। এ ব্যপারে শাহবাগ থানায় ইতোমধ্যে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে৷

অপরাশেনের দুই মাস পর মারা যাওয়া রওশন আরার ছেলে রফিক শিকদার বাদী হয়ে বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন। বিএসএমএমিউ’র ইউরোলোজি বিভাগের অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, ডা. ফারুক হোসেন, ডা. মোস্তফা কামাল, ডা. আল মামুনসহ অপারেশন থিয়েটারে দায়িত্বরতদের আসামি করা হয়েছে হত্যা মামলায়। এজহারে বলা হয়, ২০১৮ সালের সেপ্টেম্বরে একটি কিডনির সমস্যা নিয়ে বিএসএমএমইউতে ভর্তি করানো হয় রওশন আরাকে। কিন্তু বিকল কিডনির সাথে তার ডান পাশের ভালো কিডনিও কেটে নেয়া হয়। এর দুই মাস পর মারা যান রওশন আরা।

বাদীর অভিযোগ, পরিকল্পিতভাবে কিডনি কেটে নিয়েছেন অভিযুক্তরা। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহতের স্বজনরা। আদিকে এই ঘটনার ময়নাতদন্তের রিপোর্ট পেতেও দুই বছর সময় লেগেছে ভুক্তভোগীদের। এর আগে দুই বছর ঘুরেও মামলা করতে পারেন নি তারা। মামলার বাদি ও নিহতের ছেলে রফিক শিকদার বলেন,’ইচ্ছাকৃতভাবেই তিনি কিডনী সরিয়ে ফেলেছেন। যেহেতু তিনি কিডনী প্রতিস্থাপনকারী ডাক্তার। জোরালো তদন্ত হলেই এই সত্যটা বেরিয়ে আসবে যে আমার মাকে পরিকল্পীতভাবে হত্যা করা হয়েছে।

শহবাগ থানার ওসি মোঃ মামুন অর রশিদ বলেন,’হত্যা মামলা হয়েছে। পোস্টমর্টাম এবং বাদীর অভিযোগ সবকিছু পর্যালোচনা করেই এই মামলা করা হয়েছে।

( সীমান্তবাংলা/ শা ম/ ২৭ নভেম্বর ২০২০)