কালারমারছড়া ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৩

 

জুয়েল চৌধুরী, (মহেশখালী প্রতিনিধি):
কালারমারছড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রুবার বিকেল ৩টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়স্থ ইউনুছখালী বাজার টিপু মার্কেট চত্বরে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কালারমারছড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এখলাছুর রহমানের সভাপতিত্বে ও সিনি: যুগ্ম আহ্বায়ক নুরুল আবছারের সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর ছিদ্দিক ।

বিশেষ অতিথি ছিলেন মহেশখালী উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপেজলা যুবদলের আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আনোয়ার পাশা, বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম শফি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: কাশেম, সালাহ উদ্দিনসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও শ্রমিকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক বক্তব্যের প্রারম্ভে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে যেসব নেতাকর্মী মারা গেছে তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, ২০০৮, ২০১৪ ও ২০১৮ মতো এই দেশে আর নির্বাচন হবে না এবং হতে দেওয়া যাবে না। এদেশে উন্নয়নের নামে জনগণের যে হারে পকেট কাটা হচ্ছে, সময়ে ওই টাকা কড়াগন্ডায় ফেরৎ দিতে হবে। তাই নেতাকর্মীদের আগামী দিনে গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহবান জানান।

ইফতার মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।