সীমান্তবাংলাঃঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী। গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।
আজ সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জিয়াউদ্দিন তারিক আলী ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, বিগত দুই সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন জিয়াউদ্দিন তারিক আলী। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সীমান্তবাংলা/ ৭/৯/২০২০/ শা ম
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply