ঢাকারবিবার , ৮ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

কবে দেশে ফিরবেন তারেক রহমান ? যা বললেন মির্জা ফখরুল

News Desk
ডিসেম্বর ৮, ২০২৪ ১০:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

দেড় দশক ধরে লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন- তা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানালেন, ‘দল যখন মনে করবে তখন তারেক রহমান দেশে ফিরবেন। এছাড়া তার আরও কিছু আইনি জটিলেতা আছে, সেগুলো শেষ করে দেশে যাবেন।’

শনিবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। সেখানে তিনি তার বক্তব্যে তারেক রহমান ফের দেশে ফিরে রাজনীতিতে নেতৃত্ব দিবেন বলে নিশ্চিত করলেও কতদিনের মধ্যে সেটা হতে পারে, এ বিষয়ে কোনো ধারণা দেননি।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলকে প্রশ্ন করা হয়, মাইনাস টু ফরমুলা কি আবারও ফিরে আসবে? জবাবে তিনি বলেন, ‘বিএনপিকে আল্লাহ ছাড়া আর কেউ মাইনাস করতে পারবে না।’

ফখরুল বলেন, ‘যে সংস্কারের কথা এখন বলা হচ্ছে সেসব বিএনপি অনেক আগে থেকেই বিভিন্ন সময় দাবিতে তুলে এনেছে। তখন জামায়াত ইসলামসহ অনেকেই এই দাবি সমর্থন জানিয়েছে। ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে জাতীয় ঐক্য প্রয়োজন ছিল। সেটার মাধ্যমেই তাদের বিদায় করা হয়েছে।’

প্রতিবেশী দেশে আশ্রয়ে থেকে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার বিষয়ে বিএনপি মহাসচিব ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভারত কীভাবে আশ্রিত একজনকে বক্তব্য রাখার সুযোগ দেয়, এটা আমার বোধগম্য নয়।’ এ সময় তিনি শেখ হাসিনাকে ‘রং হেডেড’ আখ্যা দেন।

মীর্জা ফখরুল তার বক্তব্যে নির্বাচনের গুরুত্ব সম্পর্কে বলেন, কাঙ্ক্ষিত সংস্কার নির্বাচিত সরকারের মাধ্যমেই সম্ভব বলে জানান তিনি। বলেন, ‘জুডিশিয়াল রিফর্মসহ নানা সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। আমরা কোনো মাস, বছর বলছি না। অন্তবর্তী সরকার যখন মনে করবে সংস্কার হয়েছে তখন নির্বাচন দিবে।’

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরে আসবে কি না- এমন প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ীভাবে আনার পক্ষে।’

ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে পররাষ্ট্রনীতি কী হবে- এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘ভারতের সঙ্গে সময় অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী নীতি হবে। তবে আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত আমরা মানবো না।’ এসময় ভারতের আগ্রাসন, বিশ্বব্যাপী অপপ্রচারের প্রতিবাদও জানান তিনি।

গত ৩০ নভেম্বর সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনে যান মির্জা ফখরুল। সঙ্গে যান তার স্ত্রী রাহাত আরা বেগম। ১০ দিনের এই সফরে স্ত্রীকে ডাক্তার দেখানো এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করা মির্জা ফখরুলের উদ্দেশ্য।

( সীমান্তবাংলা/০৮ডিসেম্বর/রহমান )

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।