
মো: শহীদুল্লাহ কক্সবাজার ■ কক্সবাজারে বৃটিশ হাই কমিশনার জলবায়ু উদ্বাস্তু প্রান্তিক জনগােষ্ঠীর জীবনমান উন্নয়নে কক্সবাজার পৌরসভার চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাই কমিশনার এইচ ই রবার্ট চ্যাটার্টন ডিকসন।
রোববার সকালে শহরের সমিতি পাড়া এলাকায় নবনির্মিত অনেকটি রাস্তা ঘুরে ঘুরে দেখেন রবার্ট। এর আগে ইউএনডিপি’র সিডিসি প্রকল্পের সেমিনারে বৃটিশ হাই কমিশনার অংশ নেন। এসময় রবার্ট, বস্তির দরিদ্র মানুষের কর্ম সক্ষমতা বৃদ্ধি ও সমস্যা সমাধানে যুক্তরাজ্য সরকার বাংলাদেশ সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার মতামত ব্যক্ত করেন।
কক্সবাজার পৌরমেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বের এ সেমিনারে এরকম প্রকল্পের মাধ্যমে মানুষকে প্রয়োজনীয় পুষ্টি, পড়াশোনার পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। রবর্টি বলেন, বাংলাদেশের সাথে আরো বিনিয়োগে কাজ করার ইচ্ছা পোষন করে বলেন, জলবায়ু সহনশীল অকাঠামাে উন্নয়নসহ বিভিন্ন অনুদান কার্যক্রমের জন্য বাজেট বরাদ্দ আরও বাড়ানোর প্রয়ােজনীয়তা উল্লেখ করেন।
এসময় মুজিবুর রহমান বলেন, টেকসই নগর উন্নয়নে এই প্রকল্পের মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বৃদ্ধির মাধ্যমে এসডিজির কার্যকর রূপায়নের উপর গুরুত্বারোপ করেন মেয়র। বিশেষ করে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৌরসভার দুর্যোগ প্রবন এলাকার মানুষদের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চান মেয়র মুজিব। এসময় কক্সবাজার সফরের জন্য বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাই কমিশনারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এর আগে সমুদ্র সৈকত ও উপকূল লাগোয়া জলবায়ু উদবাস্তু এলাকা ঘুরে দেখেন এবং রাস্তা উদ্বোধন শেষে বৃক্ষরোপন করেন হাই কমিশনার।
সভায় ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, স্থানীয় সরকার বিভাগের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের যুগ্ম সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক মোঃ মাসুম পাটওয়ারী, এফসিডিও এর ক্লাইমেট চেইন্জ এন্ড এনভায়রনমেন্ট এডভাইজার জন ওয়ার্বার্টন, এফসিডিও এর প্রোগ্রাম ম্যানেজার ফারজানা মুস্তাফা, ইউএনডিপি বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ইয়োগেশ প্রাধানাং, কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম তারিকুল আলম, স্থানীয় কাউন্সিলর আকতার কামাল আজাদ, প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি, সচিব রাসেল চৌধুরী, ইউএনডিপির টাউন ম্যানেজার মাসুদ পাটওয়ারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।