
সীমান্তবাংলা ডেস্ক রিপোর্ট
কক্সবাজারের রামুর কাউয়ারখোপে পাহাড় ধসে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লট উখিয়ার ঘোনা এলাকার বাসিন্দা আজিজুর রহমান (৫০), তার স্ত্রী নাছিমা আক্তার (৪৫), তাদের পুত্রবধূ দিলফুরাজ আক্তার (২২) এবং আজিজুর রহমানে শাশুড়ি রহিমা বেগম (৬৫)।
ইউপি চেয়ারম্যান শামসুল আলম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আজিজুর রহমান তার পরিবারের চার সদস্যকে নিয়ে রাতের খাবার খেতে বসেন। এ সময় হঠাৎ তার বাড়ির ওপর পাহাড় ধসে পড়ে। মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তারা চারজন মারা যান।
বিষয়টি জানার পর এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চালায়। পরে স্থানীয়রা প্রশাসনকে বিষয়টি জানালে দ্রুত ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে তাদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করে।
চেয়ারম্যান আরও জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে লাশ দাফনের অনুমতি দিয়েছেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা লাশগুলো দাফনে ১০ হাজার টাকা তার হাতে দিয়েছেন।
রামু থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশগুলো উদ্ধার করা হয়েছে। তাদের দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এক লাখ টাকা সহায়তা করা হয়েছে।’