কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সৃজিত বাগান, নার্সারি পরিদর্শন করলেন প্রধান বন সংরক্ষক।

এম আর আয়াজ রবি, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন বিভিন্ন রেঞ্জের সৃজিত বাগান, নার্সারীসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন বন অধিদপ্তরের প্রধান বনসংরক্ষক মোহাঃ আমীর হোসাইন চৌধুরী।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বন অধিদপ্তরের প্রধান বনসংরক্ষক মোহাঃ আমীর হোসাইন চৌধুরী, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন রাজারকুল, আপার রেজু বিট এবং উখিয়া রেঞ্জের থাইংখলী বিটের বিভিন্ন সৃজিত বাগান, নার্সারী এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। অত্যন্ত দক্ষতা, যত্ন ও দায়িত্বের সাথে বাগান, নার্সারি ও উন্নয়নমুলক কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন তিনি।
বৃহস্পতিবার, দিনব্যাপী প্রধান বনসংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের বনসংরক্ষক বিপুল কৃষ্ণ দাস সহ বনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ রাজারকুল রেঞ্জের রাজারকুল বিটে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ২০২২-২০২৩ অর্থসনে ১০০ হেক্টর বাগান সৃজনের নিমিত্তে ১০০ প্রজাতির বৃক্ষ সৃজনের উদ্দেশ্যে উত্তোলিত নার্সারি, আপাররেজু বিটে ২০২১- ২০২২ অর্থ বছরে সৃজিত ৩০ হেক্টর FGS- ( Fast Growing species) বাগান এবং একই বিটের ২০১৯ – ২০২০ সনের ৩০ হেক্টর এনরিচমেন্ট বাগান এবং উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের ২০২১- ২০২২ অর্থ বছরে সৃজিত ২২০ হেক্টর ফগশ ( Fast growing species) বাগান পরিদর্শন করেন।
পরে প্রধান বনসংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী টেকনাফ রেঞ্জে টেকনাফ সহ-ব্যবস্থাপনা কমিটির অফিস ভবন উদ্বোধন করেন। সেই সাথে তিনি টেকনাফ, শিলখালী এবং হোয়াইক্যং সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা করেন।
এসময় তিনি সৃজিত বাগান, নার্সারী সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম দেখে সংশ্লিষ্ট বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মোঃ সারওয়ার আলমসহ রেঞ্জ কর্মকর্তাদের ধন্যবাদ জান্সন। পরিদর্শনকালে তিনি বন এবং বনায়ন বিষয়ে মুক্ত আলোচনা করেন। পরে বন ও বনজ সম্পদ রক্ষায় বনকর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে চট্টগ্রাম অঞ্চলের বনসংরক্ষক বিপুল কৃষ্ণ দাস, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারওয়ার আলম, সহকারী বনসংরক্ষক ( কক্সবাজার দক্ষিণ বনবিভাগ) শ্যামল কুমার ঘোষ, কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা এবং স্পেশাল টিমের ওসি সমীর রঞ্জন সাহা, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমসহ সংশ্লিষ্ট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা,বিট কর্মকর্তা এবং অন্যান্য বনকর্মী এবং প্রশিক্ষনার্থী রেঞ্জ কর্মকর্তা,হোয়াইক্যং ও ইনানী রেঞ্জ কর্মকর্তা উপস্থিত ছিলেন।