বিবিধ

কক্সবাজার টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ড, ৪ শতাধিক ঘর পুড়ে ছাই

  প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২১ , ৫:১৬:০৬ প্রিন্ট সংস্করণ

সীমান্তবাংলা ডেস্কঃ

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের কিছু ঘরবাড়ী সহ রোহিঙ্গাদের ৪ শতাধিক পরিবারের থাকার ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় ও রোহিঙ্গাদের সহযোগিতায় ফায়ার সার্ভিসের বিশেষ ইউনিট গভীর রাত থেকে সকাল নাগাদ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে কারো মৃত্যুর ঘটনা না ঘটলেও ২০-২৫ জন নারী-পুরুষ গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফ নয়াপাড়া রেজিষ্টার্ড শরণার্থী ক্যাম্পের ই-ব্লকের একটি ঘর থেকে আকস্মিক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পলিথিনের চাল ও বেড়া হওয়ায় আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। প্রত্যেক ঘরে গ্যাস সিলিন্ডার থাকায় তার অধিকাংশ বিস্ফোরিত হয়ে আগুন অনিয়ন্ত্রিত হয়ে যায়। খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস ও রোহিঙ্গারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দীর্ঘ চেষ্টার পর ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
(সীমান্তবাংলা/ শা ম/ ১৪ জানুয়ারী ২০২১)

আরও খবর

Sponsered content