
সীমান্তবাংলাঃ কক্সবাজার জেলা কারাগারে এক কয়েদীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
আজ ৩০ নভেম্বর সোমবার সন্ধ্যায় মোঃ মোস্তফা (২৫) নামের ঐ কয়দি গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেন বলে গনমাধ্যমকে জানিয়েছেন কক্সবাজার জেলা কারাগার সুপার মো. মোকাম্মেল হোসেন।
কক্সবাজার সদর হাসপাতাল সূত্রে জানাগেছে সোমবার সন্ধ্যায় মোঃ মোস্তফা (২৫) নামের এক কয়দিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালের আনার আগেই সে মারাযায়। আত্মহননকারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কক্সবাজার জেলা কারাগারের সুপার মো. মোকাম্মেল হোসেন আরো জানান, কয়দি মোস্তফা একটি মারামারি মামলার আসামী। রবিবার আদালত তার ১ দিনের রিমান্ড মন্জুর করে।
আজ সোমবার সন্ধ্যায় কারাগারের ভেতরে সে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করে। তাকে উদ্ধার করে ধ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
( সীমান্তবাংলা/ শা ম/ ৩০ নভেম্বর ২০২০)