ঢাকাশনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচনে সরকারপন্থীদের ভরাডুবি

News Desk
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

 

এড. আবুল কালাম সিদ্দিকী সভাপতি ও এড. মোঃ তাওহীদুল আনোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত 

বেলাল আজাদ, কক্সবাজার:

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদক সহ সংখ্যাগরিষ্ট বিজয়ী হয়েছে সরকারবিরোধী (বিএনপি-জামায়াতপন্থী) আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল।

শনিবার (২৫ ফেব্রুয়ারী) আইনজীবী সমিতির জেলা সদর ও চকরিয়া আইনজীবী সমিতি ভবন ভোটকেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। সমিতির ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুই প্যানেলের ৩৪ জন প্রার্থী।

নির্বাচনে সভাপতি পদে ৪৪২ ভোট পেয়ে বিজয়ী হন আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের এড. আবুল কালাম সিদ্দিকী।

একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে এড. মোঃ তাওহীদুল আনোয়ার  ৪৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সহ-সভাপতি পদে ৫০৭ ভোট পেয়ে এড. নাজিম উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) পদে ৫২৭ ভোট পেয়ে এড. মোঃ আব্দুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে ৪২২ ভোট পেয়ে এড.  কলিম উল্লাহ মামুন, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে ৪৯৮ ভোট পেয়ে এড. মোঃ শহীদুল্লাহ,  আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৬১৯ ভোট পেয়ে এড. শেফাউল করিম রানা নির্বাচিত হয়েছেন।

অন্য দিকে

সিনিয়র সহ-সভাপতি পদে ৪৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সরকারপন্থী (আ’লীগ) আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের এড. মাহবুবুর রহমান নির্বাচিত হয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০.৩০) অন্যান্য পদগুলোর ভোট গণনা চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।