নিজস্ব প্রতিবেদক ■ কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে।
৫ জুন বুধবার বিকেলে ঈদগাঁও বাস ষ্টেশন এলাকার একটি তেলের পাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মাঝে তৈয়বুল ইসলাম নামে একজন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য ও রয়েছে বলে জানা গেছে। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত রয়েছেন বলে সুত্র জানিয়েছে।
অপর আটককৃতরা হলেন, উখিয়ার কোর্ট বাজার মতিউর রহমানের ছেলে মো. শফিক ও আব্দুল হাকিমের ছেলে নুরুছালাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল জানান, ইয়াবার একটি বড় চালান নিয়ে ধৃতরা ঢাকার উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও সৌদিয়া কাউন্টারের পাশে তেলের পাম্প থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।