কক্সবাজার থেকে কফিল উদ্দিন আনু : কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে ভেসে গিয়ে সিফাত উদ্দীন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (৩১ আগস্ট) বেলা দেড়টার দিকে এই ঘটনা ঘটে। বেলা ২টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু সিফাত কক্সবাজার শহরের সাত্তারঘোনা এলাকার আবদুল আমিনের পুত্র।
নিহত শিশুর সম্পর্কীয় মামা ছৈয়দ আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শিশু সিফাত ও তার বড় ভাই শোয়াইবসহ পাড়ার আরো কয়েকজন শিশু সৈকতে বেড়াতে যান। সেখানে গোসল করতে করতে নেমে স্রোতের টানে ভেসে শিশি সিফাত।
পরে লাইফ গার্ডের সদস্যরা অভিযান চালিয়ে প্রায় আধা ঘন্টা পর শিশু সিফাতের মৃতদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তার মৃত্যু নিশ্চিত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।