প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২০ , ৯:০৮:২৬ প্রিন্ট সংস্করণ
কফিল উদ্দিন আনু : কক্সবাজারের উখিয়া ও রামু সীমান্তের উপর দিয়ে বয়ে যাওয়া রেজুখালের মোহনাস্থ ঝাউবাগান
এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হ্ধাসঢ়;জার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।কোষ্টগার্ড সদর দপ্তরের মিডিয়া উইং কর্মকর্তা লে. কমান্ডার এম হায়াত ইবনে ছিদ্দিক
জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাতে কোস্টগার্ডের সদস্যরা রেজুখালের মোহনায় ঝাউবাগান এলাকায় একটি নৌকাকে সন্দেহজনক মনে হলে থামাতে বলে।
এসময় নৌকায় থাকা ইয়াবা কারবারীরা নদীতে ঝাপদিয়ে পালিয়ে যায়। পরে কোষ্টগার্ড সদস্যরা নৌকায় তল্লাসী চালিয়ে ১
লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও ইয়াবা পরিবহনের দায়ে নৌকাটি জব্দ করা হয়েছে।
সীমান্ত বাংলা/১৯সেপ্টেম্বর/ইবনে যায়েদ