ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২০
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে বিকাশের লুট হওয়া ৫৬ লাখ টাকাসহ ৩ জন আটক

News Desk
নভেম্বর ২০, ২০২০ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

 

সীমান্তবাংলাঃ কক্সবাজারে এক বিকাশ ডিলারের লুট হওয়া ৫৬ লাখ টাকাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এনএফ এন্টারপ্রাইজ নামের ঐ বিকাশ ডিলারের ৬০ লাখ টাকা লুট করে নিয়ে যায় প্রতিষ্টানের কর্মচারী মোহাম্মদ ইসমাইল (৪৩)। পরে ইসমাইল সহ সহযোগী তিনজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

বিকাশ ডিলারের টাকা লুটের মূলহোতা মোহাম্মদ ইসমাইল কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবমেরিন ক্যাবল ল্যন্ডিং ষ্টেশন এলাকার বাসিন্দা মৃত ফকির মোহাম্মদের ছেলে।

মোহাম্মদ ইসমাইল কক্সবাজার শহরের ফজল মার্কেটস্থ বিকাশ ডিস্ট্রিবিউটর “এনএফ এন্টারপ্রাইজের” মাসিক হিসেবে বেতনভুক্ত সিএনজি চালক ও ‘মানি রানার’ হিসেবে কর্মরত ছিলেন।
তার সহযোগী হিসেবে গ্রেফতার করা হয়েছে পৌরসভার ৫ নং ওয়ার্ডের চৌধুরী পাড়ার বাসিন্দা মৃত আবুল হোসাইনের ছেলে জসিম উদ্দিন (৫৫) ও তার স্ত্রী সাজেদা বেগম (৪২)কে।

আজ শুক্রবার বিকেলে কক্সবাজার সদর মডেল থানা প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে লুটকরা টাকাসহ আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, গত বুধবার (১৮ নভেম্বর) বিকাল পৌনে ৪ টার দিকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড কক্সবাজার শাখা থেকে ৬০ লাখ টাকা উত্তোলন করে অফিসে জমা না দিয়ে ইসমাইল গা ঢাকা দেন।

( সীমান্তবাংলা/ শা ম/ ২০ নভেম্বর ২০২০)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।