বিবিধ

কক্সবাজারে প্রবাসীর বাড়ীতে ফিল্মী কায়দায় হামলা, লুটপাট, স্ত্রীকে মারধর

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২১ , ৮:১৩:৩৮ প্রিন্ট সংস্করণ

 

আয়াজ রবীঃ 
স্বাধীন গনতান্ত্রিক দেশে, দিন দুপুরে একজন প্রবাসীর বাসায় ফিল্মী স্টাইলে হামলা লূটপাত আইয়্যামে জাহেলিয়াতকে হার মানিয়েছে।

কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম বড়ুয়া পাড়ার আরব আমিরাত প্রবাসীর স্ত্রী টিকলি বড়ুয়ার বাড়িতে আজ ০২ জানুয়ারী-২০২১ তারিখ দুপুরে উক্ত ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যায়। হামলায় গুরুতর আহত হন টিকলি বড়ুয়া এবং অবচেতন অবস্থায় নিজ বাড়ীতে পড়ে আছে বলে খবর পাওয়া যায়। আশেপাশের পাড়া প্রতিবেশিরা কেউ ভিক্টিমকে সাহায্যে এগিয়ে না আসার খবরও পাওয়া যায়। আহত টিকলী বড়ুয়ার দুই কন্যা সন্তানের কোন হদিস নেই বলে তথ্যে প্রকাশ। ঘটনাস্থলে মানবাধিকার সংস্থার একটি সাংবাদিক টিম রয়েছে বলে জানা যায়।

( সীমান্তবাংলা/ শা ম/ ২ জানুয়ারী ২০২১)

আরও খবর

Sponsered content