কক্সবাজারে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে” উখিয়ায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত

নুরুল ইসলাম বিজয়, উখিয়া
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি আগামী ৭ ডিসেম্বর ২০২২ কক্সবাজার শুভাগমন উপলক্ষে উখিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়।
মঙ্গলবার (১৫ নভেম্বর) ২০২২ উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে উখিয়া উপজেলা আওয়ামী লীগ কতৃক আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব শাহ আলম চৌধুরী রাজা, প্রধান বক্তা উখিয়া টেকনাফের সাবেক সাংসদ ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি, বিশেষ অতিথি কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জনাব এইচ এম ইউনুস বাঙ্গালী,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, অনুষ্ঠানে সঞ্চালনা করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল হুদা।
এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উখিয়া সদর রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন মেম্বার, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, রাজাপালং ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজ উদ্দিন কন্ট্রাক্টর সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।