সীমান্তবাংলা ডেস্ক : কক্সবাজারে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ইনষ্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) কেন্দ্র পরিদর্শন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আলী হোসেন।
শনিবার সকালে মেডিকেল কলেজ সংলগ্ন ইনমাস কেন্দ্রের থায়রয়েড,কিডনী,গলগন্ডসহ বিভিন্ন রোগের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। এসময় রোগীদের সাথে কথা ও বলেন।
পরিদর্শনকালে ইনমাস এর পরিচালক ডা: সাইদুল আলম প্রিন্স, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরিচালক (জীববিজ্ঞান ) ডা: ফারিয়া নাসরিন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ সচিব শহিদুল হক পাটোয়ারী, কক্সবাজার মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা: আয়ূব আলী, সৈকত খনিজ বালী আহরণ কেন্দ্রের পরিচালক মাসুদ করিমসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে কেন্দ্র মিলনায়তনে ইনমাস কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সচিব। পরে সৈকত খনিজ বালু আহরণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং কেন্দ্রদুটিতে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নেন।
সীমান্তবাংলা/মউ/২২অক্টোবর২৩
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply