প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২০ , ৯:৩৮:৪১ প্রিন্ট সংস্করণ
শাহীন মঈনুদ্দীনঃ
প্রতি বছরের ন্যায় কক্সবাজারে এ বছর ও গতো (১০ ডিসেম্বর) থেকে শুরু হয়ে চলছে শিল্প ও বাণিজ্য মেলা। ঐতিহ্যবাহী এই শিল্প ও বাণিজ্য মেলায় গতো বারের চাইতে এবারের জনসমাগম ছিলো চোখে পড়ার মতো। মানুষের উপছে পড়া ভীড়ে বুঝার উপায় ছিলোনা যে এখন করোনাকালীন সময়।
তবুও করোনা সনক্রমনের বিষয়টি মাথায় রেখে মেলা পরিচালনা কমিটি মেলার প্রবেশ মুখে আসা অতিথিদের জন্য রেখেছেন শারিরিক অবস্থা নির্নয়ের স্ক্যানিং এর ব্যবস্থা। মেলার ভেতর থেকে বার বার মাইকে ঘোষনা দিয়ে করোনা সংক্রমন থেকে নিজেকে রক্ষার জন্য মাষ্ক ব্যবহার, ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছিলো,যা ছিলো বর্তমান পরিস্থিতিতে একটি খুবই গুরুত্বপুর্ন বিষয়।
শিশু কিশোর ও অসংখ্য নারী পুরুষের আগমনে মেলার পরিবেশ ছিলো মুখরিত। এতো ছোট পরিসরে এমন সুন্দর আয়োজন দীর্ঘদিন ঘরবন্ধী মানুষের মাঝে যেনো প্রানের সঞ্চার সৃষ্টি করেছে। তবে শত ভালোর মাঝে ও কিছু অসংগতি ছিলো খুবই বিপদ জনক, তা হলো মেলার ভেতর প্রায় অধিকাংশ মানুষকে মাষ্ক বিহীন ঘুরাঘুরি করতে দেখা গিয়েছে। প্রবেশ ধারে বা ভেতরেও হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশের কোন ব্যবস্থা রাখা হয়নি, যা পরিচালনা পরিষদের নজর দেয়া উচিত ছিলো।
এবারের শিল্প ও বাণিজ্য মেলায় নতুন নতুন অনেক রাইড সংযোজন করা হয়েছে যা শিশু কিশোররা বেশ আনন্দের সাথে উপভোগ করছে। মেলায় আগত ষ্টলগুলোর দ্রব্যমুল্যের দরদাম ও ছিলো সন্তোষজনক।
এবারের ঐতিহ্যবাহী এই মেলার সবচেয়ে আকর্ষনীয় বিষটি ছিলো “বঙ্গবন্ধু কর্নার” নামের বিশেষ একটি ষ্টল। যে ষ্টলটি খোলা হয়েছে শুধুমাত্র মুক্তিযুদ্ধের সঠিক গৌরবমাখা ইতিহাস ও ঐতিহ্য আগামী প্রজন্মের কাছে তুলে ধরা। শিশু কিশোর, বয়োবৃদ্ধরা আগ্রহভরা মন নিয়ে ভীড় জমাচ্ছে ঐ ষ্টলটিতে।
( সীমান্তবাংলা/ শা ম/ ২৫ ডিসেম্বর ২০২০)