নিজস্ব প্রতিবেদকঃ স্বাস্থ্যকর শহর কক্সবাজার কে আরো স্বাস্থ্যকর ও পরিবেশ বান্দ্বব হিসেবে গড়ে তুলতে কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের উদ্যোগে কউক ও নারায়ন গঞ্জ প্রেসক্লাবের যৌত উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী শুরু করেছেন কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্নেল (অবঃ) ফোরকান আহমদ।
আজ ১০ নভেম্বর বেলা ১২ টার দিকে বাজার ঘাটা পুকুর পাড় থেকে বৃক্ষরোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন কউক চেয়ারম্যান ফোরকান আহমেদ। এতে অংশগ্রহন করেন ঢাকার নারায়ন গঞ্জ প্রেসক্লাবের সভাপতিসহ একঝাক গনমাধ্যম কর্মী। উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের সচীব আবু জাফরও। উপস্থিত কর্মকর্তাগন জানান এ কর্মসূচী পর্যায়ক্রমে কক্সবাজারের বাজার ঘাটার পুকুর ছাড়াও, গোলদিঘী, লালদীঘি সহ আরো বিশেষ বিশেষ স্থানে সড়ক প্রশস্থ করনে কার্যকর ভূমিকা রাখবে।
( সীমান্তবাংলা/ শা ম/ ১০ নভেম্বর ২০২০)
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply