কক্সবাজার

কক্সবাজারে আবাসিক হোটেলে তরুণীর ঝুলন্ত লাশ

  প্রতিনিধি ৯ অক্টোবর ২০২০ , ১১:২২:৫০ প্রিন্ট সংস্করণ

সীমান্ত বাংলা : কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তরুনীর স্বামী পলাতক রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাতে শহরের কলাতলীস্থ আবাসিক হোটেল ইকরা বিচ রিসোর্ট থেকে সাথী আক্তার (১৯) নামে এই তরুণীর মৃতদেহ উদ্ধার করেন কক্সবাজার সদর থানা পুলিশ।

সুত্র জানিয়েছে সাথী ফরিদপুর জেলার ওলিপুর এলাকার অর্ণব শেখের স্ত্রী। বরগুনা জেলার বেতাগী এলাকার খাইরুল ইসলামের মেয়ে সে।

কক্সবাজার সদর থানার পুলিশ পরিদর্শক বিপুল জানান, রাতে হোটেল কর্তৃপক্ষের দেয়া খবর পেয়ে কক্সবাজারের ইকরা রিসোর্ট হোটেল থেকে ঐ পর্যটক তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্বার করে। মৃতদেহটি ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ছিলো।

হোটেলের নিবন্ধন খাতার বরাতে জানা যায়, “বৃহস্পতিবার সকালে স্বামীসহ হোটেলে ওঠেন ওই তরুণী। গত ২৬ সেপ্টেম্বর অর্ণব শেখের সঙ্গে সাথীর বিয়ে হয়। বিয়ের পর তারা ঢাকায় ছিলেন। সেখান থেকে কক্সবাজার বেড়াতে আসেন।

“এটি হত্যা নাকি আত্মহত্যা তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। ঘটনার পর থেকে স্বামী অর্ণব শেখ পলাতক রয়েছেন।”

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসাপতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

সীমান্ত বাংলা/শা ম / ৯ অক্টোবর ২০২০

আরও খবর

Sponsered content