কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া মৌচনি রোহিঙ্গা ক্যাম্প ২৬ এর একটি অংশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডে পুড়ে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে শিশুটির পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নয়াপাড়া মৌচনি ক্যাম্পের জি-ব্লকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ক্যাম্প ইনচার্জ আবদুল হান্নান জানান, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ কাউসার সিকদার জানান, একটি ঘর থেকে আগুন শুরু হয়ে আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ে। স্থানীয় রোহিঙ্গারাও আগুন নেভাতে সহযোগিতা করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।