বিবিধ

কক্সবাজারের টেকনাফে ৮৯০০ পিচ ইয়াবা সহ ১ জনকে আটক করেছে র‍্যাব

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২১ , ১০:৫৮:৪৬ প্রিন্ট সংস্করণ

শাহীন মঈনুদ্দীনঃ
কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং এলাকায় অভিযান পরিচালনা করে ৮,৯০০ পিস ইয়াবাসহ
০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে মাদকাসক্তি। মাদকাসক্তির ভয়াল থাবা প্রতিনিয়ত আমাদের সমাজকে ধ্বংস করে ফেলছে। দেশব্যাপী মাদকদ্রব্যের বিস্তাররোধ এবং দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাবের মাদক বিরোধী অভিযান দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক বিশেষভাবে প্রশংসিত হয়ে আসছে।
এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৫, কক্সবাজার, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউপিস্থ রুহুল্লাডেপা গ্রামের আমির হোসেনের মুদির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ১০/০১/২০২১ খ্রিঃ আনুমানিক ১৪.৪০ ঘটিকায় উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী মোহাম্মদ হোসেন (২০), পিতা- মৃত মকবুল আহমেদ, সাং- কাটাবুনিয়া, ওয়ার্ড নং- ০৩, ইউপি- সাবরাং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার’কে ধৃত করে। গ্রেফতারকৃত আসামীকে পালানোর কারণ জিজ্ঞাসা করলে সে জানায়, তার নিকট মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৮,৯০০ (আট হাজার নয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

( সীমান্তবাংলা/ শা ম/ ১০ জানুয়ারী ২০২১)

আরও খবর

Sponsered content