সীমান্তবাংলাঃ কোস্টগার্ডের সদস্যরা কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। ৬ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আমিরুল হক।
শুক্রবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের জালিয়া পাড়া সংলগ্ন রাস্তার মাথা থেকে তাকে আটক করা হয়। ইয়াবাসহ আটক যুবকের নাম মো. হেলাল (২২)।
তিনি টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার মার্কিন মিয়ার ছেলে।
লেফটেন্যান্ট আমিরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টিম সদর ইউনিয়নের জালিয়া পাড়া সংলগ্ন রাস্তার মাথায় অভিযান চালায়। এসময় এক হাজার পিস ইয়াবাসহ হেলালকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটক যুবককে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান টেকনাফ বিসিজি কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আমিরুল হক।
( সীমান্তবাংলা/ শা ম / ৭ নভেম্বর ২০২০)
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply