প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২২ , ৮:২৯:১৯ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :
ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও কক্সবাজার রাখাইন ক্রীড়া সংস্থার আয়োজনে মাসব্যাপী শুরু হতে যাওয়া ‘ওয়ালটন প্রথম রাখাইন ক্রীড়া উৎসবে ক্রিকেট ইভেন্টে সেমিফাইনাল নিশ্চিত করেছে পশ্চিম বড় বাজার টাইগার্স।
বুধবার (০৯ ফেব্রুয়ারী) সকাল ৯টায় বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে রানিং চ্যাম্পিয়ন রাজধানী ফ্রেন্ডস সার্কেলকে মাত্র ২ রানে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে যাওয়ার গৌরব অর্জন করে দলটি।
ট্রসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৭ রান করতে সক্ষম হয় তারা। দলের পক্ষে ক্য প্রম্ন ৫০, আক্য ২৮ ও মংছেন লাইন ২০ রান করে। রাজধানী ফ্রেন্ডস সার্কেলের জ নাই ৩টি, উক্য থেন ৩টি ও থেন ছিন ২টি উইকেট লাভ করে।
১৪৮ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ১৪৬ রানে ভাগ্য উল্টে যায় রানিং চ্যাম্পিয়নদের। মাত্র ২ রানে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হয় তাদের। দলের হয়ে জ নাই ৩৪, ওয়ানশে ২৩ ও নাই নাই ১১ রান করে। বড় বাজার টাইগার্সের আক্য ২টি, আউ ২টি ও হিন থেন ১টি উইকেট পায়।
এছাড়া বিকালে ফুটবল ইভেন্টে বেষ্ট টুয়েলভ ফুটবল ক্লাবকে ৩—১ গোলে হারিয়ে জয় ছিনিয়ে নেয় ইয়ুদি মিষ্টি বিতান।
ম্যাচ সেরাদের হাতে ক্রেস্ট তুলে দেন রাখাইন ক্রীড়া উৎসবের চেয়ারম্যান সাংবাদিক এমএ আজিজ রাসেল, রাখাইন ক্রীড়া সংস্থার সভাপতি মং ছেন য়াইন, সহ—সভাপতি জ জ ইয়ুদি, সহ—সভাপতি উথান্ট অং, সাধারণ সম্পাদক জ জ রাখাইন।
১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ৯টায় মুক্তিযোদ্ধা মাঠে ক্রিকেট ইভেন্টে মুখোমুখি হবে ফেসবুক রাখাইন ক্রিকেট ক্লাব বনাম চৌফলদন্ডী ক্রিকেট একাদাশ। সকাল ১১টায় মুখোমুখি হবে রাজধানী ফ্রেন্ডস সার্কেল বনাম চৌফলদন্ডী মধ্যমপাড়া ক্রিকেট একাদশ।
সীমান্তবাংলা / ১০ ফেব্রুয়ারী ২০২২