
বিনোদন ডেস্ক ;
আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে পেছানো হয়েছে আবু রায়হান জুয়েলর পরিচালনায় নির্মিত বহুল প্রতিক্ষীত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এর মুক্তির তারিখ।
সোমবার (২৩ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক আবু রায়হান জুয়েল।
তিনি জানান, সিনেমাটি মূলত শিশু-কিশোরদের জন্য নির্মিত। কিন্তু, এসএসসি ও ফাইনাল পরীক্ষা থাকায় আমাদের টার্গেট অডিয়েন্স এক্ষেত্রে সিনেমাটি দেখা থেকে বঞ্চিত হতে পারেন। কো-প্রোডিউসারের সাথে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলেন, প্রিয় সাংবাদিক ভাইবোন ও বন্ধুগণ আমার সালাম এবং ভালোবাসা নেবেন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় বরাবরই ধন্য আমি। সবকিছু রেডি হওয়ার পরও এ বছর আমার প্রথম সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ রিলিজ দিতে পারছি না। কারণ বাচ্চাদের এস.এস.সি ও ফাইনাল পরীক্ষা সামনে। আপনারা জানেন, এই সিনেমাটি শিশুদের জন্য নির্মিত। তারাই যদি সিনেমাটি না দেখার সময় ও সুযোগ পায় তাহলে আমার ২ বছরের পরিশ্রম স্বার্থক হবে না। তাই আমি ও আমার সহযোগী প্রযোজক বঙ্গ মিলে সিদ্ধান্ত নিয়েছি আগামী বছর ২০২৩ সালের ২০ জানুয়ারি সিনেমাটি সারাদেশে মুক্তি দেবো৷