সীমান্তবাংলাঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) উখিয়া উপজেলা শাখার কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ৭ ডিসেম্বর বিএমএসএফের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সদস্য সচিব আহমেদ আবু জাফর কক্সবাজার জেলার সমন্বয়ক কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মোঃ মিজান উর রশীদ মিজান ও কক্সবাজার জেলার আহবায়ক কমিটির সুপারিশ ক্রমে আগামি এক বছরের জন্য উক্ত কমিটির অনুমোদন দেন।
উল্লেখ্য, বিগত ১৫ ডিসেম্বরের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০ সদস্য বিশিষ্ট কমিটি কেন্দ্রে প্রেরণ করলে কেন্দ্রীয় কমিটি পর্যালোচনা পুর্বক ২১ ডিসেম্বর ২০২০-২০২১ সালের কমিটি অনুমোদন দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব আহমেদ আবু জাফর।
কমিটিতে আইকন নিউজ টুডের সম্পাদক এম আর আয়াজ রবিকে সভাপতি ও দৈনিক সৈকতের উখিয়া প্রতিনিধি কাজী হুমায়ুন কবির বাচ্চুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মঈনুদ্দীন শাহীন (সীমান্ত বাংলা ডট কম)- সহ-সভাপতি, মোহাম্মদ ফেরদৌস (দৈনিক কক্সবাজার প্রতিদিন)- সহ- সাধারণ সম্পাদক, খাইরুল আমিন তানভীর (কক্সবাজার দর্পণ)- সাংগঠনিক সম্পাদক, সাহেদ হোসেন মুবিন (দৈনিক আলোকিত উখিয়া)- সহ-সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ ইব্রাহীম (দৈনিক সাংগু)-অর্থ সম্পাদক, শফিউল আলম শাহীন (কক্স টিভি/আজকের কক্সবাজার)- প্রচার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, রহমত উল্লাহ ( দৈনিক আলোকিত উখিয়া)- আইন সম্পাদক, মোহাম্মদ শহীদ (দৈনিক গনসংযোগ)-ক্রীড়া সম্পাদক, মোঃ হেলাল উদ্দিন (উখিয়া প্রেস ডটকম)- দপ্তর সম্পাদক।
কমিটিতে সদস্যরা হলেন এস এম আনোয়ার ( সংবাদ সংস্থা আবাস) সদস্য, কমরুদ্দীন মুকুল (ভোরের ডাক) সদস্য, সোলতান মাহমুদ চৌধুরী(রুপসী গ্রাম) সদস্য, হুমায়ুন কবির জুশান (নয়া দিগন্ত) সদস্য, শফিউল ইসলাম আজাদ (দৈনিক যুগান্তর) সদস্য, রফিক উদ্দীন মাহমুদ (দৈনিক আজকের দেশ বিদেশ)সদস্য, জাহেদুর রশিদ রানা (আইকন নিউজ টুডে) সদস্য, ওসমান সরওয়ার (দৈনিক আলোর দিগন্ত) সদস্য, মোহাম্মদ ইউসুফ ( আইকন নিউজ টুডে)সদস্য।
কমিটির সদস্যরা সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ১৪ দফা দাবি আদায়ে কাজ করার দৃঢ় প্রত্যয়ে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
( সীমান্তবাংলা/ শা ম/ ২২ ডিসেম্বর ২০২০)
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply